ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে স্কুলের দফতরির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯

দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে বান্দরবানের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। সোমবার বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক লা মং এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অংথুই প্রুর বাড়ি বান্দরবান সদর উপজেলার মধ্যমপাড়া এলাকায়। তিনি বান্দরবানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী স্কুলের মাঠে ফুটবল খেলা অনুশীলন করতে গেলে অংথুই প্রু ওই শিশুকে চকলেটেরে লোভ দেখিয়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে আবারও দফতরি ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি বিষয়টি পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে জানায়। পরে ধর্ষণের বিষয়টি পঞ্চম শ্রেণির ওই ছাত্রী শিশুটির অভিভাবকদের নজরে আনলে ওই বছরের ২৭ সেপ্টেম্বর এ ব্যাপারে মামলা করেন শিশুটির বাবা। মামলার প্রায় আড়াই বছর পর আদালত অভিযুক্ত ব্যক্তির সাজা দিলেন।

সৈকত দাশ/আরএআর/পিআর

আরও পড়ুন