পাবনায় গণপিটুনিতে নিহত ৩
পাবনার সাঁথিয়া উপজেলার চতুরহাট মোড়ে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চতুর হাটের কাঠপট্টিতে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে কয়েকজন অপরিচিত ব্যক্তি চতুরহাটের আশপাশ দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় ওই দলের একজন নারী সদস্য চতুরহাট কাঠপট্টিরর সামনে থেকে এক ছাত্রীকে অপহরণের উদ্দেশ্যে একটি কালো রংয়ের মাইক্রেবাসে তোলার চেষ্টা করে।
এ সময় মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এলে ওই নারী সঙ্গীদের ফেলে দ্রুত মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। অন্য ৩ জনের পরিচয় জানতে চাইলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন ছেলেধরা সন্দেহে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই ৩জন মারা য়ায়।
নিহতদের বয়স ৪০ এর কাছাকাছি হবে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ ৩টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রসঙ্গত, ৩/৪ দিনে ওই এলাকা থেকে ২ শিশুসহ ৪জন অপহৃত হয়েছে বলে এলাকাবাসী জানায়। এ ঘটনায় এলাকার জনগণের মধ্যে শিশু অপহরণের আতঙ্ক বিরাজ করছিল।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এসএম আবুল কাশেম আজাদ বলেন, দুপুর আড়াইটা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
একে জামান/এসএস/পিআর