ট্রাফিক পুলিশকে মারধরকারী সেই তানজিল কারাগারে
সিলেট নগরের চৌহাট্টা মোড়ে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশকে বেধড়ক পিটিয়ে আহতের ঘটনায় জড়িত বিএম তানজিল আহমদকে কারাগারে পাঠানো হয়েছে।
আহত ট্রাফিক পুলিশ সদস্য মোহাম্মদ আলীর দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তানজিল আহমদকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মামলা করেন ট্রাফিক পুলিশ সদস্য মোহাম্মদ আলী।
রোববার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযুক্ত তানজিল আহমদকে পাঠায় পুলিশ। পরে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, ট্রাফিক পুলিশ সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় বিএম তানজিল আহমদকে আসামি করে শনিবার কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার বিকেলে তানজিল আহমদ মোটরসাইকেল নিয়ে চৌহাট্টা থেকে জিন্দাবাজার অভিমুখে ওয়ানওয়ের উল্টো পথ দিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সিলেট মহানগর পুলিশের দায়িত্বরত ট্রাফিক সদস্য মোহাম্মদ আলী ওয়ানওয়ে সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে যেতে তানজিলকে বাধা দেন। কিন্তু সিগন্যাল অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তানজিল।
এ অবস্থায় ট্রাফিক পুলিশের সদস্য আলী দৌড়ে গিয়ে মোটরসাইকেলের গতিরোধ করলে তানজিল মোটরসাইকেল থেকে নেমে ট্রাফিক পুলিশের হাতের লাঠি কেড়ে নিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন। পরে ট্রাফিক পুলিশের অন্য সদস্যরা এসে তানজিল আহমদকে গ্রেফতার করেন।
ছামির মাহমুদ/এএম/পিআর