ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাচোলে স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:২২ এএম, ২৫ আগস্ট ২০১৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্ত্রী সেরিনা বেগমকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে স্বামী হযরত আলী। মঙ্গলবার ভোর রাতে উপজেলার ঘিওন গ্রামে এ ঘটনা ঘটে।

নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, পারিবারিক কলহের জের ধরে হযরত আলী মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী সেরিনা বেগমকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যায়। এ ঘটনায় স্বামী হযরত আলীকে আটক করেছে পুলিশ।

এসএস/পিআর