ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরের নাম উজ্জ্বল করতে চাই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে মুজিবনগরের। এখানেই শপথ নেন বাংলাদেশের প্রথম সরকার। আর এই মুজিনগরকে গুরুত্ব দিয়ে এখানে প্রথমবারের মত মন্ত্রিত্ব দিয়েছে সরকার। তাও আবার একটি গুরত্বপূর্ণ মন্ত্রণালয়ের। যার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মেহেরপুরের নাম উজ্জ্বল করতে চাই।

শনিবার বিকেলে শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, এমপি পত্নী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা হোসেন।

আসিফ ইকবাল/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন