ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়কের কাজ শেষ না হতেই উঠে গেল বিটুমিন

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৫:১০ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

কাজ শেষ না হতেই বিটুমিন উঠে গিয়ে পুরো সড়ক জরাজীর্ণ হয়ে গেছে। এ ঘটনায় জামালপুরের মেলান্দহে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

এলজিইডির অধীনে ৭৮ লাখ টাকা ব্যয়ে মেলান্দহ উপজেলার সাধুরপাড়া বাজার থেকে চরপলিশা পর্যন্ত ৩ কিলোমিটার সড়কে কাজ করছে মেসার্স নিসার এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সড়কটিতে নিম্নমানের কাজের অভিযোগে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ সড়কটির কাজের মান এতটাই নিম্নমানের হয়েছে যে, কাজ শেষের আগেই পুরো সড়কের বিটুমিন উঠে জরাজীর্ণ হয়ে যায়। বিষয়টি তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী।

এ ব্যাপারে জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এএম/পিআর

আরও পড়ুন