মাদকসেবীদের হামলায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ৪
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মাদকসেবীদের হামলায় তিন শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রবিউল আলম (২৩), একই বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন (২২), প্রথম বর্ষের নাহীন (২০) ও ক্যান্টিন ম্যানেজার মাসুম (৩৫)।
হাসপাতালের অধ্যক্ষ সুবাস চন্দ্র সাহা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেডিকেল কলেজের অভ্যন্তরে চারজন মাদকসেবী বসে গাঁজা সেবন করছিল। এ সময় কলেজের কয়েকজন ছাত্র ঘটনাটি দেখে প্রতিবাদ করে ক্যাম্পাসে আসতে নিষেধ করে।
এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই মাদকসেবীরা ছাত্রদের উপর লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় মেডিকেল কলেজের তিনজন ছাত্র আহত হয়। এ সময় ক্যান্টিন ম্যানেজার মাসুম এগিয়ে এলে তার উপরও মাদকসেবীরা হামলা চালায়। এতে তিনিও আহত হন। তাদের চিৎকারে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা এগিয়ে আসলে মাদকসেবীরা পালিয়ে যায়।
পরে সহকর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান হামিদ জানান, কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সঙ্গে জড়িত মাদকসেবী সজিবকে (২৪) আটক করা হয়েছে। তিনি বরিশাল বাকেরগঞ্জের কলসকাঠি গ্রামের আক্কাস আলীর ছেলে। জড়িত অপর হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
কলেজ অধ্যক্ষ সুবাস চন্দ্র সাহা জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমিনুল ইসলাম/এআরএ/বিএ