ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেটে অভিযানে নেমেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৪ জানুয়ারি ২০১৯

সিলেটের সড়কে বৈধ কাগজপত্রবিহীন ও রাস্তায় যেখানে সেখানে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নেমেছে মহানগর পুলিশ। বুধবার দিনভর সিলেট পুলিশের বেশ কয়েকটি দল নগরের তালতলা, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবিবাজার, চৌহাট্টা, আম্বরখানা ও সুবিদ বাজার এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালায়।

jagonews

এ সময় কাগজপত্রবিহীন মোটরযানের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

সিলেট মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট আবু বক্কর শাওন (প্রসিকিউশন ইনচার্জ) জানান, বুধবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে মোট ২৫০টি মোটরযানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। যার মধ্যে ১৫২টি মোটরসাইকেল। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ৬২টি যান আটক করা হয়। লাইসেন্স, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, বেপরোয়া ড্রাইভিং ও ট্রাফিক আইন অমান্য করায় এসব মামলা রুজু করা হয় বলে জানান তিনি।

jagonews

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ জানান, ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেই এই অভিযান। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে এই অভিযান আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তিনি সাধারণ চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

ছামির মাহমুদ/এফএ/আরআইপি

আরও পড়ুন