দুস্থদের চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
দুস্থদের জন্য বরাদ্দ খাদ্য সহায়তা (ভিজিডি) কর্মসূচির ৭ হাজার ৫৩০ কেজি চাল আত্মসাৎ করায় বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানউল্লাহ আমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুর ১২টায় নগরীর চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমানউল্লাহ আমান দুদকের দায়ের করা ভিজিএফর চাল আত্মসাৎ মামলার এজাহাভুক্ত আসামি।
দুদক জানায়, চাঁদপুরা ইউনিয়নের ভিজিএফর চাল উপকারভোগীদের প্রতিমাসে চাল না দিয়ে একসঙ্গে তিন মাসের চাল বিতরণ করতেন চেয়ারম্যান আমান। একজন ভিজিএফ কার্ডধারীর প্রতি ৩ মাসে মোট ৯০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও তাদের দেয়া হতো ৭০ কেজি করে।
বরিশাল দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল হাসেম গাজী জানান, তিনি দীর্ঘ তদন্ত করে চাল আত্মসাতের প্রমাণ পান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গত ১৪ নভেম্বর চেয়ারম্যান আমানউল্লাহ আমান ও ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বরিশাল বন্দর থানায় একটি মামলা করেন। চেয়ারম্যানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সাইফ আমীন/এএম/এমএস