ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক কেড়ে নিল কলেজ শিক্ষকের প্রাণ

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ট্রাকচাপায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। নিহত কলেজ শিক্ষকের নাম সাইফুল ইসলাম (৪৫)। তিনি ফুলবাড়িয়ার কেশরগঞ্জ মহাবিদ্যালয়ের ব্যবসা শিক্ষার প্রভাষক ছিলেন।

বুধবার দুপুরে উপজেলার নাওগাঁও ইউনিয়নের কান্দুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষক কালাদহ ইউনিয়নের কালাদহ গ্রামের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী হায়দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রভাষক সাইফুল ইসলাম বুধবার দুপুরে মোটরসাইকেলের কাগজপত্রের জন্য মধুপুর যাচ্ছিলেন। কেশরগঞ্জ-মধুপুর সড়কের উপজেলার নাওগাঁও ইউনিয়নের কান্দুর বাজারে পৌঁছালে বিদ্যুতের খুঁটিবোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইফুল ইসলাম ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান।

ফুলবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়।

এএম/এমএস

আরও পড়ুন