ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে গ্রেফতার ৮৯ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২০ জানুয়ারি ২০১৯

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৯ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে রোববার বিকেলে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এর আগে নিয়মিত মামলায় দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতে তোলে পুলিশ।

পুলিশ বলছে, শনিবার দিবাগত রাতভর জেলা পুলিশ ৪২ জনকে গ্রেফতার করে। বাকি ৪৭ জনকে গ্রেফতার করে নগর পুলিশ।

জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান জানান, গোদাগাড়ী থানায় ৪ জন, তানোর থানায় ৪ জন, মোহনপুর থানায় ৩ জন, পুঠিয়া থানায় ২ জন, বাগমারা থানায় ৫ জন, দুর্গাপুর থানায় ৪ জন, চারঘাট থানায় ৯ জন ও বাঘা থানায় ১১ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, নিয়মিত অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানায় ১২ জন, রাজপাড়া থানায় ৪ জন, চন্দ্রিমা থানায় ২ জন, মতিহার থানায় ৩ জন, কাটাখালি থানায় ২ জন, শাহমখদুম থানায় ৮ জন, পবা থানায় ২ জন, কাশিয়াডাঙ্গা থানায় ১২ জন, কর্ণহার থানায় ১ জন, দামকুড়া থানায় ১ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ফেরদৌস সিদ্দিকি/এমএএস/জেআইএম

আরও পড়ুন