ভাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে ফাহাদ শেখ ও আবু সালেহ নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহাদ শেখ (৮) ওই গ্রামের দেলোয়ার শেখের ছেলে ও আবু সালেহ (৬) মাসুদ শেখ এর ছেলে।
আলগী ইউনিয়নের চেয়ারম্যান কাউসার ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানায়, দুপুরে বাড়ির পাশের বালিয়াচরা বিলে ফাহাদ ও আবু সালেহ নৌকা নিয়ে ঘুরতে বের হয়। পরে দীর্ঘ সময় তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা ওই বিলে খোঁজাখুঁজি করে পানি থেকে তাদের উদ্ধার করে। পরে তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুই শিশুর মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ