ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রেমিকের হাত-পা কেটে হত্যা : প্রেমিকা ও বাবা গ্রেফতার

প্রকাশিত: ১০:২৬ এএম, ২৪ আগস্ট ২০১৫

বগুড়ায় হাত-পা কেটে কলেজছাত্র হত্যার ঘটনায় নিহতের প্রেমিকা ও তার বাবাকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এরা হলেন, নিহত সঞ্জিত কুমারের প্রেমিকা বগুড়া সরকারি আযিযুল হক কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্রী মারুফা আকতার (২০) ও তার বাবা শেরপুর উপজেলার কাশিপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক (৪৮)।

জানা গেছে, নাটোরের সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সুভাষ চন্দ্রের ছেলে সঞ্জিত কুমার (২৪) বগুড়া শহরের কামারগাড়ি এলাকায় একটি ছাত্রাবাসে বসবাস করে সরকারি আযিযুল হক কলেজে মনোবিজ্ঞান বিভাগে লেখাপড়া করতো। গত ৯ আগস্ট সকালে বগুড়া রেলস্টেশনের অদূরে পালশা এলাকায় রেললাইনের পার্শ্বে হাত-পা কাটা এবং মাথা থেতলানো অবস্থায় পুলিশ সঞ্জিতের লাশ উদ্ধার করে। রেললাইনে ট্রেনে কেটে মারা যাওয়ার মতো কোনো আলামত না থাকায় এই মৃত্যু নিয়ে প্রথম থেকেই পুলিশের সন্দেহ হয়। এ কারণে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে।

এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে একই কলেজের মারুফা নামের এক ছাত্রীর সঙ্গে সঞ্জিতের প্রেমের সর্ম্পক ছিল। লাশ উদ্ধারের পর নিহতের সহপাঠিরা পুলিশকে জানায় ৮ আগস্ট বিকেল পর্যন্ত সঞ্জিত এবং মারুফা কলেজ ক্যাম্পাসে ঘোরাফেরা করেছে। এরপর রাতে সঞ্জিত ছাত্রবাসে ফিরে আসেনি। লাশ উদ্ধারের পর নিহতের বাবা সুভাষ চন্দ্র বাদী হয়ে মারুফা এবং তার বাবা আবু বক্কর সিদ্দিককে আসামি করে রেলওয়ে বোনারপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর সোমবার শেরপুর শহরের কলেজ রোডে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে থাকা নিহতের প্রেমিকা মারুফা আকতার ও কাশিপাড়া গ্রাম থেকে তার বাবা আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হারুনার রশিদ জানান, গ্রেফতারকৃত বাবা ও মেয়েকে জ্ঞিাসাবাদ করা হচ্ছে। তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ডে নেয়া হবে।

তিনি আরো জানান, প্রাথমিক ভাবে জানা গেছে হিন্দু এবং মুসলামান হওয়ায় মারুফা এবং সঞ্জিতের প্রেমের সর্ম্পক মারুফার বাবা মেনে নিতে পারেনি। এ কারণেই ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

লিমন বাসার/এমএএস