সীমান্তে বিএসএফ সদস্য নিহতের ঘটনায় পতাকা বৈঠক
সাতক্ষীরার ঘোনা সীমান্তের বিপরীতে ভারতের পাকিরডাঙ্গা এলাকায় এক বিএসএফ সদস্য নিহতের ঘটনায় ভোমরা সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ।
সোমবার বেলা ১১টা ২০মিনিট থেকে দুপুর ১২টা ২০মিনিট পর্যন্ত এ পতাকা বৈঠক চলে।
এতে বাংলাদেশের পক্ষে বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশির নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল এবং ভারতের পক্ষে সেদেশের ১৪৪ ব্যাটালিয়নের অধিনায়ক রতনেক্সের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি জাগো নিউজকে জানান, বাংলাদেশের ঘোনা সীমান্তের বিপরীতে ভারতের পাকিরডাঙ্গা বিএসএফ ক্যাম্পের কনস্টেবল গোবিন সিং নিহতের ঘটনায় বিএসএফ বাংলাদেশি গরু রাখালদের দায়ী করে প্রতিবাদ জানিয়ে এই বৈঠক আহ্বান করেছিল। বৈঠকে বিএসএফর এই অভিযোগ বিজিবি’র পক্ষ থেকে নাকচ করে দেয়া হয়।
এদিকে, ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। আটক বাংলাদেশিদের বিএসএফ’র কনস্টেবল গোবিন সিং হত্যা মামলায় জড়ানোর অপচেষ্টা চলছে বলে জানা গেছে।
এমএএস/পিআর