ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মঙ্গলবার মোহনগঞ্জে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৪ আগস্ট ২০১৫

মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ২নং বড়তলী বানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন।

উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াহেদ রানা (অটোরিকশা), হাসিম উদ্দিন হাসিম (দুটি পাতা), ময়নুল ইসলাম রুবেল (টেবিল ফ্যান), মুখলেছুর রহমান (ঢোল) ও নিজাম উদ্দিন (তাল গাছ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং অফিসার ও মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক জাগো নিউজকে জানান, ইতোমধ্যে নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ইউনিয়নের নয়টি কেন্দ্রের ৩৬টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বড়তলী বানিহারী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৯শ ৩৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৫শ ৩৬ জন ও নারী ভোটার ৬ হাজার ৩শ ৯৭ জন।

উল্লেখ্য, গত ২১ মে মোহনগঞ্জ পৌর শহরের পোদ্দার পট্টি মোড়ে বড়তলী বানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা এ এইচ এম মাহাবুবুল আলম খান রানা (৪৭) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ মে সকালে মারা যাওয়ায় শুধু চেয়ারম্যান পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

কামাল হোসাইন/এমজেড/এমএস