ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সবার আগে সর্দারের ঘোড়া

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯

যশোর সদরের রাজাপুর এলাকায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী দুরন্ত ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল থেকে উপজেলার ইছালি, কৃষ্ণনগর, রায়পুর, বাঘারপাড়া, খাজুরা, লেবুতলা, মনোহরপুর ও হাশিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার সব বয়সের মানুষ এ প্রতিযোগিতাকে ঘিরে জড়ো হতে থাকে মাঠে।

দুপুর গড়াতেই রাজাপুর মাঠ পরিপূর্ণ হয়ে যায়। এবারের প্রতিযোগিতায় যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ থেকে আসা ২৪টি ঘোড়া অংশগ্রহণ করে।

এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে যশোরের অভয়নগর উপজেলার সিংগাড়ীর ইলিয়াস সর্দারের ঘোড়া, দ্বিতীয় স্থান অর্জন করে রাজাপুরের ফাহিম এবং অভয়নগরের শামসু মোল্যার ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে।

jessore-Game

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলার আয়োজক কমিটির সভাপতি মাস্টার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার।

এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইছালী ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মো. ইউনুস আলী, ইউনিয়ন যুবলীগের সম্পাদক মো. আসাদুজ্জামান, ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাজমুল হোসেন, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা রাশেদ খান।

মিলন রহমান/এএম/পিআর

আরও পড়ুন