ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠিকানা হলো সেই নবজাতকের

প্রকাশিত: ০৭:৪৪ এএম, ২৪ আগস্ট ২০১৫

যশোরের শার্শা উপজেলায় পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া সেই নবজাতককে নড়াইলের এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেয়া হয়েছে।

রোববার বিকেলে যশোরের আদালতের মাধ্যমে ওই নবজাতককে গ্রহণ করেছেন নড়াইলের লোহাগড়া থানার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের রাফিয়া তরফদার ও আব্দুল হামিদ ভূঁইয়া দম্পতি।

শার্শা উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের অফিস সহকারী রওশন আরা খানম জাগো নিউজকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের নির্দেশে রোববার শিশুটিকে বসতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের স্ত্রী রেশমা বেগমের কাছ থেকে উদ্ধার করে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনজীবী সেতারা বেগমের মাধ্যমে ওই নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেয়া হয়।

উল্লেখ্য, শুক্রবার রাত ১২টার দিকে শার্শা উপজেলার সাতমাইল-গোগা সড়কের বসতপুর ইটভাটার কাছে কান্নার শব্দ শুনে পথচারীরা একটি পলিথিনে জড়ানো অবস্থায় শিশুকে উদ্ধার করে। শিশুটি বসতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের স্ত্রী রেশমা বেগমের কাছে ছিল। রেশমা বেগমের দু’টি সন্তান থাকলেও তিনি শিশুটিকে নিজ দায়িত্বে লালন পালন করার আশা ব্যক্ত করেছিলেন।

জামাল হোসেন/এসএস/ এমএএস