সিলেটে ঐক্যফ্রন্ট নেতারা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে ও তার স্বজনদের সান্ত্বনা জানাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিলেট পৌঁছেছেন।
সোমবার বেলা সাড়ে ১১টায় তাদের বহনকারী বিমানটি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছে। সেখানে স্থানীয় বিএনপিসহ ঐক্যফ্রন্ট নেতারা তাদের স্বাগত জানান।
এর পরপরই নেতারা সরাসরি হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে যান। এরপর হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা সিলেট এসেছেন। মাজার জিয়ারত শেষে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা দুপুরে সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সোহেলের বাড়িতে যাবেন। বিকেলে তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
সফরকারী দলে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ প্রমুখ।
এ সফরের মাধ্যমে ঐক্যফ্রন্ট নেতারা তাদের তিন দফা কর্মসূচি শুরু করলেন। ধারাবাহিকভাবে দেশের অন্যান্য নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন তারা।
ছামির মাহমুদ/এফএ/জেআইএম