ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে দোকান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১২ জানুয়ারি ২০১৯

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কেদারপুর ইউনিয়নের মুলফতগঞ্জ বাজারে আগুন লেগে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতে নৈশপ্রহরীরা আগুন দেখে চিৎকার করলে লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসু মন্ডলের মাধবী ফার্নিচারের দোকান, বুদ্ধি মোল্লার মিষ্টির দোকান, উজ্জল দেওয়ানের উজ্জল টেলিকম ও স্বপন চৈয়ালের মুদি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মাদবী ফার্নিচারের মালিক বাসু মন্ডল বলেন, আমার বাড়ি নদীর পাড়ে। ভাঙনে বাড়ি নদীর ভেতর চলে যেতে পারে সেই ভয়ে সব মালামাল দোকানে এনে রেখেছিলাম। আগুনে দোকান পুড়ে আমার সব গেল। প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফার্নিচার, মিষ্টি, মোবাইল ও মিষ্টির চারটি দোকান পুড়ে যায়। ব্যবসায়ীদের প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

মো. ছগির হোসেন/এএম/এমকেএইচ

আরও পড়ুন