ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে দেয়াল চাপায় শিশুসহ আহত ৫

প্রকাশিত: ১০:৫২ এএম, ২৩ আগস্ট ২০১৫

বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিধ্বস্ত মাটির ঘরের দেয়াল চাপায় তিন শিশুসহ ৫ জন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ফুলহারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফুলহারি গ্রামের দরিদ্র শ্রমজীবী খোকন মিয়া (৪০), তার স্ত্রী সাহানা বেগম (২৮), মেয়ে আশামনি বেগম (১০), ছেলে শামীম মিয়া (৮) এবং প্রতিবেশী ফসিউদ্দিনের মেয়ে সুরাইয়া বেগম (১০)। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. খলিলুর রহমান জানান, ঝিনাইগাতীতে গত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসে। এতে ফুলহারি গ্রামের দরিদ্র শ্রমজীবী খোকন মিয়ার মাটির তৈরি বসতঘরের ভিটি ও দেয়াল দূর্বল হয়ে রোববার সকাল ৮টার দিকে ভেঙে পড়ে।

এ সময় ওই ঘরের ভেতর থাকা খোকন মিয়া ও তার স্ত্রী-সন্তান এবং তাদের বাড়িতে বেড়াতে আসা প্রতিবেশির এক শিশু বিধ্বস্ত মাটির দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনুপম সেন জানান, মাটির ঘরের বিধ্বস্ত দেয়াল চাপায় আহত ৫ জনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

হাকিম বাবুল/এসএস/এমআরআই