আদালতে হাজিরা দিতে এসে আসামি গ্রেফতার
কুষ্টিয়ায় আদালতে হাজিরা দিতে এসে অপহরণ মামলার আসামি শাহজাহানকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি করেছেন তার পরিবার। শাহজাহানকে আইনের হাতে সোপর্দ করার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে তার পরিবার।
তবে ডিবি পুলিশ তাকে গ্রেফতারের কথা অস্বীকার করেছে। রোববার দুপুর একটায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহজাহানের স্ত্রী হামিদা বেগম এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি জানান, রোববার বেলা ১১টার দিকে একটি অপহরণ মামলায় হাজিরা দেওয়ার জন্য শাহজাহান কুষ্টিয়া জজ কোর্টে আসেন। এসময় কুষ্টিয়া ডিবি পুলিশ শাহজাহানকে গ্রেফতার করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে তিনি তার স্বামী শাহজাহানকে দেশের প্রচলিত আইনের আওতায় সোপর্দ করার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শাহজাহানের পরিবার। শাহজাহান লাহেনী পাড়ার ব্যবসায়ী মিরাজুল হক মিরাজ অপহরণ মামলার আসামি। ওই মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি রোববার নিম্ন আদালতে হাজিরা দিতে আসেন। পুলিশ জানায়, শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র মামলা ও রয়েছে।
আল-মামুন সাগর/এমজেড/আরআইপি