ট্রাক উল্টে চালক নিহত
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় মিনিট্রাক উল্টে এর চালক আলমগীর হোসেন (৩৫) নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক আলমগীরের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট এলাকায়। এ ঘটনায় ট্রাকে থাকা আরও চারজন শ্রমিক আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চট্টগ্রাম থেকে রড-সিমেন্টে বোঝাই একটি মিনিট্রাক রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে আসে। সেখানে মালামাল নামিয়ে দিয়ে পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ মুখ এলাকায় আসলে হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়ক থেকে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক আলমগীর নিহত হন। এতে চার শ্রমিক আহত হয়েছেন।
এ ব্যাপারে নানিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, শুনেছি দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
আরএআর/আরআইপি