ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আত্রাইয়ে বেড়িবাঁধ ভেঙে ৫টি গ্রাম প্লাবিত

প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৩ আগস্ট ২০১৫

নওগাঁর আত্রাইয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণের ফলে উপজেলার ছোট যমুনা নদীর তীরবর্তী ফুলবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে।

বেড়িবাঁধ ভাঙার ফলে ফুলবাড়ী, পশ্চিম মিরাপুর, মির্জাপুর, উদনপুর, পূর্বমিরাপুর গ্রামের শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া শত শত হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ।

অপরদিকে উপজলার আত্রাই-নওগাঁ সড়ক, সুটকিগাছা-বাদাইখাড়া সড়ক, কাশিয়াবাড়ি বেড়িবাঁধে নতুন করে ভাঙন আশঙ্কা দেখা দিয়েছে।

আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান এসএম মােয়াজ্জম হাসান জানান, বেড়িবাঁধ ভাঙা ও আত্রাই-নওগাঁ মহাসড়কে ফাটলের খবর পেয়ে ঘটনাস্থলে লোকজন দিয়ে বাঁধ রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী জানান, বেড়িবাঁধ ভাঙার ফলে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। ভাঙা অংশে মাটি ও বালুর বস্তা দিয়ে রক্ষার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এসএস/পিআর