ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২৮ ঘণ্টা পর স্বর্ণামতি সেতুতে যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২২ আগস্ট ২০১৫

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি সেতু দিয়ে ২৮ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বর্ণামতি সেতুর পাথরবোঝাই ট্রাকটি অপসারণসহ পাটাতন মেরামত করেছে সড়ক ও জনপথ অধিদফতর।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুটির পাটাতন ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক আটকে যায়। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু ঢাকাগামী বাস বাইপাস সড়কে চলাচল করলেও কালীগঞ্জ-হাতীবান্ধা ও পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে আসা প্রায় ২০টি পাথরের ট্রাক আটকা পড়ে।

লালমনিরহাট সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক জাগো নিউজকে বলেন, বৃষ্টিতে ভিজে শ্রমিকরা স্বর্ণামতি সেতর কাজ করেছেন। বৈরী আবহাওয়ার কারণে কাজে বিলম্ব হয়েছে।

রবিউল হাসান/বিএ