ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জের সব আসনে আ.লীগ জোটের বিজয়

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০২:২৯ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮

সুনামগঞ্জের পাঁচটি আসনের আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট মহাজোটের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ছাড়া সবাই আওয়ামী লীগের প্রার্থী।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জের ৬৬৮ কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন তৃতীয় বারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নজির হোসেনের চেয়ে এক লাখ ৮৫ হাজার ১০৯ ভোট বেশি পেয়েছেন তিনি।

এ আসনে মোয়াজ্জেম হোসেন রতন (নৌকা) দুই লাখ ৬৪ হাজার ২৪ ভোট, নজির হোসেন (ধানের শীষ) ৭৮ হাজার ৯১৫, আমানউল্লা আমান (গোলাপ ফুল) ৪৪৩, ফখর উদ্দিন (হাতপাখা) এক হাজার ৪৩০, বদরুদ্দোজা সুজা (হারিকেন) ১৮৫ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিজয়ী হয়েছেন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা। আওয়ামী লীগ প্রার্থী সেনগুপ্তা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন চৌধুরীর চেয়ে ৫৬ হাজার ৪৩০ ভোট বেশি পেয়েছেন।

এ আসনে জয়া সেনগুপ্তা (নৌকা) এক লাখ ২৪ হাজার ১৭ ভোট, নাসির উদ্দিন চৌধুরী (ধান) ৬৭ হাজার ৫৮৭, নিরঞ্জন দাস (কাস্তে) ৩৩৩, মাহমুদ হাসান চৌধুরী (হারিকেন) ৮৭, আব্দুল হাই (হাতপাখা) ৩৫৫, গোলজার আহমেদ (কবুতর) ২০৮ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ- জগন্নাথপুর) আসনে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমীয়তে উলামায়ে বাংলাদেশ ও ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী শাহীনুর পাশা চৌধুরীর চেয়ে এক লাখ ১০ হাজার ২২৪ ভোট বেশি পেয়েছেন।

এ আসনে এমএ মান্নান (নৌকা) এক লাখ ৬৩ হাজার ১৪৯ ভোট, শাহীনুর পাশা চৌধুরী (ধানের শীষ) ৫২ হাজার ৯২৫, মো. মাহফুজুর রহমান খালেদ (ছাতা) ৫১৩, মো. মুহিবুল হক আজাদ (হাতপাখা) ৩২৮, মো. শাহজাহান চৌধুরী (গোলাপ ফুল) ১২৬, সৈয়দ শাহ মোবাশ্বির আলী (হারিকেন) ৫১ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর ) আসনে দ্বিতীয়বারের মতো মহাজোটের প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ লাঙ্গল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া ৬৭ হাজার ৫৪০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

এ আসনে মহাজোট প্রার্থী অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ (লাঙল) এক লাখ ৩৭ হাজার ২৮৯ ভোট, বিএনপি প্রার্থী অ্যাডবোকেট পীর ফজলুল হক আছপিয়া (ধানের শীষ) ৬৯ হাজার ৭৪৯, আল-হেলাল (হারিকেন) ১১৫, তানভীর আহমেদ তাসলিম (হাতপাখা) ১৫২৯ , মোহাম্মদ দিলোয়ার (আম) ৪৫৬, মো. কামরুজ্জামান (সিংহ) ৩৬৫, মো.আজিজুল হক (রিকশা) ১৪১৬ ভোট পেয়েছেন।

অন্যদিকে সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক ) আসনে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরীকে ৬৭ হাজার ৫১০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

এ আসনে প্রাপ্ত ভোটের মধ্যে মুহিবুর রহমান মানিক ( নৌকা) দুই লাখ ২১ হাজার ৩২৮ ভোট, মিজানুর রহমান চৌধুরী ( ধানের শীষ) ৮৯ হাজার ৬৪২, আইয়ূব করম আলী ( উদীয়মান সূর্য) ৬৪৬, মুহাম্মদ শরীফ উদ্দিন (দেওয়াল ঘড়ি) ২০৬ ভোট, মো. আশরাফ হোসেন (টেলিভিশন) ৮১, নাজমুল হুদা হিমেল (লাঙ্গল) ৫৫১, মো. হুসাইন আল-হারুন (হাতপাখা) ৭৩৪ ভোট পেয়েছেন।

জেডএ/আরআইপি

আরও পড়ুন