ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ের ১০০টি কেন্দ্র আ.লীগের দখলে, অভিযোগ মির্জা ফখরুলের

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০২:২৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

সরকার সকল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের নামে যে তামাশা করছে ইতোমধ্যে তা প্রমাণিত। রোববার দুপুর দেড়টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, বেলা ১১টার পর লোকজনের ঢল কেন্দ্রে আসতে দেখে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোটকেন্দ্র নিজেদের দখলে নেয়। ঠাকুরগাঁওয়ের ১০০টি কেন্দ্র আওয়ামী লীগের দখলে।

মির্জা ফখরুল বলেন, সারাদেশে বর্তমানে বিএনপি নেতাকর্মীদের মারপিট করা হচ্ছে এবং ভোটকেন্দ্র নিজ দখলে নিচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পুলিশ বাহিনীর সহযোগিতায় কেন্দ্র দখল করা হচ্ছে।

তিনি বলেন, আমরা বিকেল ৪টা পর্যন্ত কী হয় দেখব। দলের সিদ্ধান্তমতে বিকেল ৪টার পর করণীয় জানানো হবে।

এ সময় জেলা বিএনপির নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রিপন/এমএএস/এফএ/জেআইএম

আরও পড়ুন