হুইল চেয়ারে বসে ভোট দিলেন শতবর্ষী অন্নপূর্ণা দাস
দিনাজপুর শহরের মুন্সিপাড়া একাডেমি স্কুল কেন্দ্র থেকে হুইল চেয়ারে বসে ভোট দিয়ে বের হলেন ১১০ বছরের বৃদ্ধা অন্নপূর্ণা দাস। চোখে দেখলেও স্পষ্ট কথা বলতে পারেন না, কানেও কম শুনেন।
বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা বার বার অস্পষ্ট ভাবে বলছিলেন “ভোট নৌকা” । এর বাইরে কোন কথাই তিনি বলতে পারছেন না।
বৃদ্ধার সঙ্গে আসা তার মেয়ে উষা রানী দাস জানালেন, গত পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে হুইল চেয়ারে বসেই ভোট দিয়েছেন অন্নপূর্ণা দাস। ভোটের দিন এলেই তিনি বার বার তাড়া দিতে থাকেন ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রচন্ড শীতেও সকাল ১০টার মধ্যে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছেন অন্নপূর্ণা দাস।
অন্নপূর্ণা দাস দিনাজপুর শহরের নিমতলা এলাকার মৃত উপেন্দ্র নারায়ণ দাসের স্ত্রী।
এএ/এমকেএইচ