ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০১:০৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

ঝিনাইদহের বারো বাজারে রকেট ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতির ঘটনার ৯ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিনটি উদ্ধার করলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপার এএনএম শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট ট্রেন শনিবার রাত ১২টার দিকে ঝিনাইদহের বারো বাজার স্টেশনে পৌঁছালে ইঞ্জিন লাইনচ্যুত হয়। লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে খুলনা থেকে রিলিফ ট্রেন সকাল ১০টায় পৌঁছায়। এরপর উদ্ধার কাজ শুরু করে সাড়ে ১০টার মধ্যেই লাইনচ্যুত বগিটি লাইনে ফিরিয়ে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করে।

উল্লেখ্য, পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট ট্রেন শনিবার রাত ১২টার দিকে ঝিনাইদহের বারো বাজার স্টেশনে পৌঁছালে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমএস

আরও পড়ুন