ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে কেন্দ্রে বিএনপির এজেন্ট ঢুকতে না দেয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ১০:০০ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮

উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) ও মেহেরপুর-২ (গাংনী) নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টার সময় এ দুটি আসনের ১৮৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

সকালের দিকে মেহেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ অভিযোগ করে বলেন, কোনো কেন্দ্রে আমার এজেন্ট ঢুকতে দেয়া হচ্ছে না। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের লোকজন লাঠিসোটা নিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।

meherpur

গাংনী নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রেও বিএনপি প্রার্থীর এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন। তবে পথে পথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও টহল শুরু করেছেন।

এদিকে মুজিবনগর উপজেলার মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উভয় দলের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরে বিজিবি এসে পরিস্থিতি শান্ত করে।

meherpur

উল্লেখ্য, মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে দুই লাখ ৬৯ হাজার ৬৫০ জন ভোটার ও মেহেরপুর-২ (গাংনী) আসনে দুই লাখ ২৬ হাজার ২৮৮ জন ভোটার ভোট প্রযোগ করবেন।

প্রথম সকালে ভোটকেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেছে, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি।

আসিফ ইকবাল/বিএ/এমএস

আরও পড়ুন