ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে ধানের শীষের ৫ এজেন্ট গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের ধানের শীষের পাঁচ এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নগরের চান্দগাঁও থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আবু তালেব, মুজিবুর রহমান, এনাম, দিদার ও আরিফ।

নগর যুবদলের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, ‘দুপুরের পর চান্দগাঁও এলাকা থেকে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের ধানের শীষ প্রতীকের পাঁচ এজেন্টকে তুলে নিয়ে গেছে পুলিশ।'

তবে চান্দগাঁও থানার ওসি আবুল বাশার বলেন, ‘কোনো দলীয় কর্মীকে গ্রেফতার করা হয়নি। নিজেদের মধ্যে মারামারির কারণে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’

এদিকে শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নির্বাচনী এলাকা থেকে বিএনপি সমর্থিত দুই ইউপি সদস্যসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন-ফটিকছড়ির দাঁতামারা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আহম্মেদ সাফা, পাইন্দং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম ননাই ও বাঁশখালীর কালীপুরী ইউনিয়নের মেম্বার নুরুল ইসলাম।

আবু আজাদ/এএইচ/জেআইএম

আরও পড়ুন