ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে দোকান ভাঙচুর

প্রকাশিত: ০১:২৭ পিএম, ২২ আগস্ট ২০১৫

লক্ষ্মীপুর সদর উপজেলার চৌপল্লী বাজারের ব্যবসায়ী আহমেদ হোসেনের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে শনিবার ভোরে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আহমেদ হোসেন ও শামছুন্নাহারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আহমেদ হোসেন, ভাই-বোন ও মাকে দাতা সাজিয়ে একটি জাল দলিল সম্পাদন করে শামছুন্নাহার ও গোলাম মাঈন উদ্দিনরা।এ নিয়ে গত ৯ এপ্রিল এক সালিস বৈঠকে জাল দলিলের বিষয়ে প্রমাণ হয়।

পরে ওই দলিল বাতিলের জন্য সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা-১৮৪/২০১৫ ইং দায়ের করেন আহমেদ হোসেন। বর্তমানে মামলাটি বিচারাধীন। মামলা দায়ের করার পর থেকে আহমদ হোসেন ও শামছুন্নাহারের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। আর এরই জের ধরে দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

দোকানের মালিক আহমেদ হোসেন জানায়, চৌপল্লী বাজারে তার জমিতে দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। এলাকার কয়েকজন চিহিৃত সন্ত্রাসী তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা বিভিন্নভাবে হুমকি দেয়। হঠাৎ শনিবার ভোরে তৈমুর আহমদ ও সফি উল্যাহসহ এলাকার চিহিৃত সন্ত্রাসীদের নিয়ে দোকানে হামলা চালানো হয়।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, দোকানে হামলার সঙ্গে পুলিশের কোন সম্পৃক্ততা নেই। জমি দখলের জন্য লোকজন জড়ো হচ্ছে- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ নিয়ে কেউ পুলিশের কাছে লিখিত অভিযোগ করেনি।

কাজল কায়েস/এআরএ/এমআরআই