ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এজেন্ট খুঁজে পাচ্ছেন না মঞ্জু

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

শুক্রবার দিবাগত রাতে খুলনা-২ আসনের ১৬টি ওয়ার্ডেই পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গ্রেফতার অভিযানের নামে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছেন খুলনা- ২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, আমি কোনো এজেন্ট দিতে পারছি না। এজেন্টদের তুলে নিয়ে গেছে। প্রস্তুত করা কাগজপত্র জোর করে নিয়ে গেছে। পুলিশের সঙ্গে পাল্লা দিয়ে এ সময় আওয়ামী সন্ত্রাসীরাও বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে।

এই পরিস্থিতিতে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা আগামীকাল ভোটকেন্দ্রে যেতে পারবে কি না সেই আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ ও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, শুক্রবার রাতে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির সম্রাট নামে এক কর্মীকে কুপিয়েছে। ১২ জনকে বিভিন্ন স্থান থেকে পুলিশ গ্রেফতার করেছে। ৩১ ও ১৬নং ওয়ার্ডের চিত্র আরও করুণ। পুলিশ সব কিছুতেই বাধা দিচ্ছে। পোলিং এজেন্টদের নিরাপত্তা নেই।

সেনাবাহিনীর টহল ও সহযোগিতা ছাড়া কর্মীরা ভোট কেন্দ্রে যেতে পারবে না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিএনপির জনপ্রিয়তা রয়েছে। ঐক্যফ্রন্টের ওপর জনগণের আস্থা রয়েছে। কিন্তু সেনাবাহিনীকে মাঠে না দিয়ে ঘরে আটকে রাখা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা ধানের শীষের পোস্টার স্তূপ করে পুড়িয়ে দিচ্ছে। এ পর্যন্ত ২৫টি অভিযোগ দিয়েছি। কিন্তু কোনোটিরই সুরাহা হয়নি।

তবে অভিযোগের বিষয়ে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এডিসি ও মিডিয়া উইং প্রধান সোনালী সেন বলেন, পুলিশ অহেতুক কাউকে হয়রানি বা গ্রেফতার করছে না। মামলার আসামি ও ওয়ারেন্টভুক্তদেরই কেবল ধরা হচ্ছে। যা পুলিশের নিয়মিত অভিযান। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

আলমগীর হান্নান/এফএ/জেআইএম

আরও পড়ুন