ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে : মোহাম্মদ আবদুল্লাহ

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২২ আগস্ট ২০১৫

দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য নিজেকে নিয়োজিত করার আহ্বান জানিয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলার প্রান্তিক দু:স্থ নারীদের হাতে বুনানো প্রশিক্ষণ প্রদানে সেনাবাহিনীর এ উদ্যোগ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি সকলকে অর্জিত প্রশিক্ষণ কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান।

তিনি শনিবার সকালে মাটিরাঙ্গা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মাটিরাঙ্গা জোনের ব্যাবস্থাপনায় ও প্যাবল চাইল্ড এর তত্বাবধানে মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলার প্রান্তিক দু:স্থ নারীদের হাতে বুনানো প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্রের উদ্বোধনি অনুষ্ঠানে এসব কথা বলেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রিয়াজুল কবীর পিএসসির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহমেদ পিএসসি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও হাতে বনুানোর চেয়ারম্যান মো. গোলাম মোরশেদ প্রমুখ।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহমেদ পিএসসি বলেন, কর্মসংস্থান না থাকাটাই পার্বত্য চট্টগ্রামের অন্যতম অর্থনৈতিক সমস্যা। হাতে বুনানো প্রশিক্ষণ এখানকার মানুষের ভাগ্য উন্নয়নে নতুন দুয়ার খুলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইচ্ছা শক্তি আর আগ্রহই আপনাকে ঘরে বসে মাসে ৩/৪ হাজার টাকা দিতে পারে।

অনুষ্ঠানে লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. আবদুল বাতেন খান, সিন্ধুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. রাব্বি আহসান পিএসসি, যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্নেল মো. আমিনুল হক, রামগড় জোন অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর গোলাম রাব্বানী, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শামছুল হক, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী উপস্থিত ছিলেন।

এমএএস/এমআরআই