ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ১২:০৬ পিএম, ২২ আগস্ট ২০১৫

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গ্রেফতার এড়াতে আহতরা শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ১৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি সরকারি বঙ্গবন্ধু কলেজে ওই দুই গ্রামের দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি এবং ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার মীমাংসার জন্য ওই দুই গ্রামের মুরব্বিরা সকাল ১০টায় লতিফপুর ইউনিয়ন পরিষদে বৈঠকে বসেন।

সালিশ বৈঠকের এক পর্যায়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় গ্রামবাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ ও অর্ধ-শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এস এম হুমায়ূন কবীর/এআরএ/আরআইপি