ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এ নির্বাচনে বিএনপির কোনো চান্স নেই : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে নির্বাচনের পরিবেশ ভালো, দু-একটি স্থানে বিএনপির ওপর হামলা হয়ে থাকতে পারে। তবে বিএনপিও আওয়ামী লীগের ওপর হামলা করছে।

বুধবার দুপুরে সিলেটের জালালাবাদ সেনানিবাস এলাকার বটেশ্বর বাজারে তার ছোট ভাই ড. একে আবদুল মোমেনের পক্ষে নির্বাচনী প্রচারকালে সাংবাদিকদের এক প্রশ্নর জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে জানে না। এখনও খালেদা জিয়া তাদের নেতা; তিনি সাজাপ্রাপ্ত আসামি ও দেশ পরিচালনার জন্য অনুপযুক্ত। তাই এ নির্বাচনে বিএনপির কোনো চান্স নেই।

abulmal-sylhet01

অর্থমন্ত্রী অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী ড. মোমেনের কয়েকটি অফিস ভাঙচুর করা হয়েছে। প্রচার মাইক ভাঙচুরই শুধু নয়, কর্মীদেরও মারধর করা হয়েছে। বিএনপি নেতাকর্মীরাও ভালো না, তারাও গুন্ডা।

এ সময় সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. একে আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ছামির মাহমুদ/আরএআর/পিআর

আরও পড়ুন