ডিমলায় অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
নীলফামারীতে পল্লী বিদুতের গ্রাহকদের নিকট বৈদুতিক লাইন দেয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ সন্মেলন করেছে প্রতারিত গ্রাহকরা। শনিবার সকালে ডিমলা প্রেসক্লাবে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের ৩৭ জন গ্রাহককে পল্লী বিদ্যুতের লাইন দেয়ার নামে প্রতারক ময়েন কবীর ১ লাখ ৬০ হাজার ৫শ টাকা উত্তোলন করে। দীর্ঘ ২ বছর ধরে বিদ্যুতের সংযোগ না দেয়ায় এলাকাবাসী সংবাদ সন্মেলনে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে আবু বক্কর সিদ্দিক লিখিত অভিযোগ পাঠ করেন।
তিনি বলেন, ডিমলা সদর ইউনিয়নের মহির উদ্দিনের ছেলে ময়েন কবীর পল্লী বিদ্যুৎ চেয়ারম্যানের নিকট আত্মীয়ের পরিচয়ে ১৫ জন সেচ পাম্প গ্রাহকের কাছ থেকে ৬ হাজার ৫শত করে ৯৭ হাজার ৫শ টাকা, ২২ জন আবাসিক গ্রাহকের নিকট ১ হাজার ৫শত টাকা করে ৩৩ হাজার, আবু বক্কর সিদ্দিকের ১টি পোলের জন্য ১৫ হাজার ও গত এপ্রিল মাসে নীলফামারী জেনারেল ম্যানেজারের পরিদর্শনের জন্য ১৫ হাজার টাকাসহ মোট ১লাখ ৬০ হাজার ৫ শ টাকা উত্তোলন করেন।
গত ২ মাস থেকে ময়েন কবীর তাদের সঙ্গে কোনো যোগযোগ করছে না। এমনকি তার বাড়িতে গিয়েও পাওয়া যাচ্ছে না। প্রতারক ময়েন কবীর বিভিন্ন সময় পল্লী বিদ্যুতের ডিমলা অফিসের ইঞ্জিনিয়ার বেলাল হোসেনের সঙ্গে উক্ত এলাকায় লোক দেখানো জরিপের কাজ করেন।
তিনি নিজেকে পল্লী বিদ্যুতের মাননীয় চেয়ারম্যানের নিকটতম আত্মীয় বলে পরিচয় দেয়। পল্লী বিদ্যুতের অফিসের লোকজনের সঙ্গে ময়েন কবীর এলাকার জরিপ করেন তাই আমরা স্বরল বিশ্বাসে তার হাতে নতুন লাইন স্থাপনের জন্য টাকা জমা দেয়।
পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার এনামুল হক প্রামানিক জাগো নিউজকে বলেন, পল্লী বিদ্যুতের গ্রাহকদের কোনো প্রকার ঘুষ না দেয়ার জন্য প্রচার চালানো হচ্ছে। পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের গ্রাহকদের নিকট ময়েন কবীরের ঘুষের বিষয়টি আমার জানা নাই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে প্রতারিত পল্লী বিদ্যুৎ গ্রাহকরা গত বৃহস্পতিবার প্রতারক ময়েন কবীরের বিরুদ্ধে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ করেন। ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন খান বলেন, ময়েন কবীরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। কিন্তু এটি দুদকের মামলা তাই আমার কিছু করার নেই।
এদিকে থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলনের খবরে গা-ঢাকা দিয়েছে প্রতারক ময়েন কবীর। একাধিকবার চেষ্টা করেও ময়েন কবীরকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
জাহেদুল ইসলাম/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ