‘মা কোথায় গেল’, বলে চিৎকার আর কাঁদছে বেলাল
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেলাল (৫) নামের একটি শিশুর খোঁজ পাওয়া গেছে । গোবিন্দগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা মোড় চৌরাস্তা এলাকায় এক শিশুকে কাঁদতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ছেলেটিকে থানায় নিয়ে এসেছে।
ছেলেটি শুধু,‘ মা কোথায় গেল? আমার মা কোথায় গেল? বলে চিৎকার করে আর কাঁদছে,’- বলছিলেন ওসি।
ওসি জানান, শিশুটিকে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে নিজের নাম বেলাল, বাবার নাম শফিকুল ইসলাম, মায়ের নাম বিলকিস বেগম, দাদার নাম মান্নান ব্যাপারী বললেও গ্রাম, পোস্ট থানা-উপজেলা কিছুই বলতে পারেনি।
শিশুটি থানা হেফাজতে আছে। কেউ চিনতে পারলে গোবিন্ধগঞ্জ থানার ওসির সঙ্গে এই নম্বরে ০১৭১৩৩৭৩৮৯৬ যোগাযোগ করুন।
জেডএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ২ নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৩ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৪ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ
- ৫ বুয়েটছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামি রিমান্ড শেষে কারাগারে