ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রে কিশোরীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২১ আগস্ট ২০১৫

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরস্থ প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কিশোরী রুনু আক্তারের (১৬)  রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ওই প্রতিষ্ঠানের এক ভবনের তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, চলতি বছরের গত ৬ মার্চ গাজীপুর আদালত থেকে রুনু আক্তারকে এ কেন্দ্রে হস্তান্তর করা হয়। সে অন্যান্য প্রতিবন্ধীদের সঙ্গে থেকে এ কেন্দ্রে প্রশিক্ষণ নিতো। ভোরে সে গলায় ওড়না পেঁচিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে আত্মহত্যা করেছে বলে প্রতিষ্ঠানের কর্মকর্তরা দাবি করেছে। সে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী।

কেন্দ্রের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ জানান, রুনু আক্তার গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কামাল উদ্দিন/এআরএ/এমএস