ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বীরগঞ্জে নির্মাণাধীন ব্রিজ ভেঙে গেছে

প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২১ আগস্ট ২০১৫

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবস্থিত জাতীয় উদ্যান সিংড়া শালবনে ও পিকনিক স্পটের ফুট ব্রিজ ভেঙে পড়েছে। দিনাজপুরের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম বীরগঞ্জ উপজেলায় অবস্থিত জাতীয় উদ্যান সিংড়া শালবনে ও পিকনিক স্পট।  কিন্তু সিংড়া শালবনের মূল সৌন্দর্যকে ভ্রমণ পিপাসুদের কাছ থেকে বিছিন্ন করে রেখেছে নর্ত নদী।  বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া নর্ত নদীতে ব্রিজের দাবি উঠে জাতীয় উদ্যান সিংড়া শালবনে ও পিকনিক স্পটে বেড়াতে আসা ভ্রমণ পিপাসু মানুষের কাছ থেকে।

দাবি অনুযায়ী সংরক্ষিত বন এলাকা উন্নয়নের ধারাবাহিকতায় গত অর্থ বছরে বন বিভাগের নিজস্ব অর্থায়নে নর্ত নদীতে দর্শনাথীদের চলাচলের জন্য ২৩ লক্ষ টাকা ব্যয়ে ১৫১ মিটার লম্বা একটি ফুট ব্রিজ নির্মাণের লক্ষ্যে বন ও পরিবেশ মন্ত্রনালয় কর্তৃক টেন্ডার আহ্বান করা হয়।  টেন্ডারে দিনাজপুর জেলা সদরের গৌরচন্দ্র শীল ঠিকাদার নির্বাচিত হন।  তিনি ইতোমধ্যে ব্রিজের এক তৃতীয়াংশ নির্মাণ কাজ সম্পন্ন করেন এবং বাকি অংশ পাইলিং শেষ করে সাটারিং করেছেন।  কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টির কারণে গত ২০ আগস্ট রাতে ব্রিজের নির্মিত অংশ ভেঙে যায়।



নির্মাণাধীন ব্রিজ নদী গর্ভে ভেঙে যাওযায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আদম মালিক ক্ষোভের সঙ্গে বলেন, ঠিকাদার ও তদারকির দায়িত্বে নিয়েজিত বন বিভাগের লোকেরা জনগণের সঙ্গে প্রতারণা করছেন।  অতি নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা গোছের কাজ ও তড়িঘড়ি বিলের টাকা উত্তোলন করে ভাগাভাগিতে লিপ্ত হয়েছেন।  পুনরায় উন্নতমানের সামগ্রী দিয়ে মান সম্মত কাজ করে দিতে হবে।

এ ব্যাপারে ব্রিজের নির্মাণ কাজের দেখভাল করার দায়িত্বে নিয়োজিত বনবিভাগের রেঞ্জার নিজামদ্দৌলার সঙ্গে কথা হলে তিনি বলেন, কেন ব্রিজ ভেঙ্গে পড়েছে তা আমার জানা নাই।  এ ব্যাপারে ঠিকাদার ও কনসালটেন্ট ভালো বলতে পারবেন।  আমি বন বিভাগের লোক কোনো গাছ কিংবা বনের বিষয় হলে বলতে পারি।

ঠিকাদার গৌরচন্দ্র শীলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি একটি দুর্ঘটনা মাত্র।  বর্ষা মৌসুমে কাজ নেওয়াটাই ঠিক হয়নি।  নদীতে অতিমাত্রায় স্রোতের কারণে এমন অনাকাংখিত ঘটনা ঘটেছে।  আমার কাজ আমাকেই আবার করতে হবে।

এমদাদুল হক মিলন/এমএএস/এমএস