ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে বাস চাপায় শিশু নিহত

প্রকাশিত: ০২:২২ পিএম, ২১ আগস্ট ২০১৫

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেট বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় রিয়াজ (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে রিয়াজ মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরগামী বসুমতি ট্রান্সপোর্ট লিমিটেডের দ্রুত গতির একটি বাস তাকে চাপা দেয়।  এতে সে মাথা ও বুকে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।  পথচারিরা বাসটি আটক করলেও চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।

খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  নিহত রিয়াজ জামালপুর জেলার মেলান্দহ থানার ঝাউগড়া গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে এবং তারা টঙ্গীর মিলগেট নামাবাজার বস্তির শেরেকুলের বাড়ির ভাড়াটিয়া।
                    
আমিনুল ইসলাম/এমএএস/এমএস