খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি
টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে তলিয়ে যায় খাগড়াছড়ি জেলা শহরের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পাহাড়ি ঢল রেখে গেছে ক্ষতচিহ্ন। কাদা মাটিতে একাকার জেলা শহরের প্লাবিত এলাকাসমূহ। এদিকে জেলার বিভিন্ন নদ-নদীর পানি কমে যাওয়া ও প্লাবিত এলাকা থেকে পানি নেমে যাওয়ার কারণে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে জেলা শহরের ৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া লোকজন।
এদিকে, টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাজারো ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাতে পানি কমে যাওয়ার সাথে সাথে চেঙ্গী নদীর তীরবর্তী গঞ্জপাড়া সেতুর পশ্চিম পাশ থেকে মাটি সরে গেছে।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম জাগো নিউজকে বলেন, বন্যাদুর্গতদের জন্য আমরা জেলা শহরের বিভিন্নস্থানে ৯টি আশ্রয় কেন্দ্র খুলেছিলাম। পানিবন্দি মানুষগুলো পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই রাত কাটান। সকালের দিকে পানি কমে গেলে সবাই যার যার বাড়ি-ঘরে ফিরে গেছেন।
প্রসঙ্গত, গেল দুইদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলা সদরের মুসলিম পাড়া, গঞ্জপাড়া, শান্তিনগর, রূপনগর, বাঙ্গালকাটিসহ প্রায় ১০টি গ্রামের কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। পরে প্রশাসনের সহযোগিতায় তারা জেলা শহরের ৯টি আশ্রয় কেন্দ্রসহ আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় গ্রহণ করে।
এমএএস/এমএস