ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এমপি কায়কোবাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে বাধা

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২১ আগস্ট ২০১৫

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় চার্জশিটভুক্ত বিদেশে পলাতক কুমিল্লার মুরাদনগরের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে এক আলোচনা সভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে নেতাকর্মীরা উপজেলা সদরে সাবেক এমপি কায়কোবাদের বাড়ি ঘেরাও করার চেষ্টাকালে পুলিশ এতে বাধা দেয়। এতে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় নেতাকর্মীরা গ্রেনেড হামলায় জড়িত সাবেক এমপি কায়কোবাদসহ অন্যান্য আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচার কাজ সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, উপজেলা যুবলীগের আহ্বায়ক খাইরুল আলম সাধন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন।

এ ব্যাপারে মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, উত্তেজিত নেতাকর্মীরা মিছিল নিয়ে সাবেক এমপি কায়কোবাদের বাড়ি ঘেরাও চেষ্টার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থেই তাদের বাধা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। এই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েক শ লোক আহত হন।

মামলায় চার্জশিটভুক্ত ৫২ আসামির মধ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি কাজী মোফাজ্জাল হোসাইন কায়কোবাদসহ ১৯ আসামি এখনো বিদেশে পলাতক রয়েছে।    

কামাল উদ্দিন/এআরএ/এমএস