ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে শিশু একাডেমির জমি রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৭:৩৫ এএম, ২১ আগস্ট ২০১৫

`সবার আগে শিশু` এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে শিশুদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু একাডেমির প্রধান কার্যালয় ভবন ও জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলার সকল শিশু ও অভিভাবকদের উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা ন্যাশনাল চিলড্রেন ট্রাস্ট ফোর্স কমিটির সভাপতি সাদনান সাকিব, অভিভাবক খন্দকার আক্তারুজ্জামন, মামুন খান, রাশিদা জামান প্রমুখসহ রাজবাড়ী জেলা শহরের শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, এ দেশের বেশিরভাগই শিশু। তাই শিশুদের প্রাণের প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয় সরিয়ে নেওয়া হলে ওদের উপর মানসিক প্রভাব পড়বে। আমাদের এ শিশুরাই আগামী দিনের ভবিষৎ নাগরিক। ভবন সরিয়ে নেওয়া মানে শিশুদের সুস্থ মস্তিষ্কে আঘাত দেওয়া। জেলার বাসিন্দা হিসেবে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে বলেন, শিশু একাডেমির ভবন ও জমি রক্ষার বিষয়ে একটু ভাবুন।

রুবেলুর রহমান/এমজেড/পিআর