ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ছিনতাইকারী গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৭:১৪ এএম, ২১ আগস্ট ২০১৫

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহিন সরদার নামের এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, দুইটি বন্দুকের কার্তুজের খোসা, দুইটি বন্দুকের তাজা গুলি ও দুইটি রামদা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

গুলিবিদ্ধ শাহিন সরদারকে প্রথমে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা দুইটার দিকে কালিগঞ্জ থানার কৃঞ্চনগর গ্রামের জনাতন ঘোষের ছেলে নির্মল চন্দ্র ঘোষের গতিরোধ করে কয়েকজন ছিনতাইকারী ছয় লাখ টাকা জোরপূর্বক ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। এসময় স্থানীয় জনগণ ও টহলরত পুলিশ ছিনতাইকারী শাহিন সরদারকে আটক করেন।

তিনি কালিগঞ্জের লক্ষিনাথপুর গ্রামের সোহেল উদ্দিন বাটুলের ছেলে। পরে তাকে ছিনতাইকৃত ৪ লাখ ৭৯ হাজার ৮শ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কালিগজ্ঞ থানায় একটি মামলা হয়েছে। রাতে আসামি শাহিনের তথ্যের ভিত্তিতে পলাতক ছিনতাইকারীদের গ্রেফতার ও ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধারে কালিগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল্লাহ ও এসআই খায়রুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে কালিগঞ্জ-কৃষ্ণনগর পাকা রাস্তার উপর পৌঁছালে আসামি শাহিনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করেন। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে আসামিরা পালিয়ে যান। তবে আসামিদের ছোড়া গুলিতে আটক শাহিন সরদার দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে এবং আসামিদের নিক্ষিপ্ত বোমার আঘাতে ৩ পুলিশ সদস্য আহত হন।

এমজেড/পিআর