ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেবাচিম পরিচালকের দায়িত্ব পেলেন ডা. ফারুক

প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২০ আগস্ট ২০১৫

বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক পদে নিয়োগ পেয়েছেন চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন ফারুক। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক স্মারকে তাকে সোমবারের (২৪ আগস্ট) মধ্যে পরিচালকের দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক স্মারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মু. কামরুল হাসান সেলিমকে ঢাকার মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করার নির্দেশ দেয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃথক স্মারকে শেরে বাংলা মেডিকেলের চক্ষু বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন ফারুককে পরিচালকের দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের উপ-সচিব (পার-২) এর একেএম ফজলুল হক স্বাক্ষরিত এক আদেশে সোমবারের মধ্যে ডা. কামরুল হাসান সেলিমের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করারও অনুরোধ করা হয়েছে ডা. নিজাম উদ্দিন ফারুককে।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় পৃথক স্মারকে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. এটিএম মিজানুর রহমানকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে। তার শূন্য স্থানে নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রাজবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্যান কর্মকর্তা ডা. এএফএম শফিউদ্দিনকে।

পাশাপাশি মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন হাওলাদারকে ভোলা জেলার সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

সাইফ আমীন/বিএ