ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে সাড়ে ৭ লাখ পিস নিষিদ্ধ ওষুধ জব্দ

প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২০ আগস্ট ২০১৫

বরিশাল নগরীর বিএম কলেজ রোডে ওষুধ তৈরি প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালে অভিযান চালিয়ে উৎপাদন ও বাজারজাত নিষিদ্ধ সাত লাখ ৬৪ হাজার একশ` পিস ইন্ডোফেনাক ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-৮ এর এএসপি মো. নিজাম উদ্দীন হাওলাদারের নেতৃত্বে এবং ওষুধ প্রশাসন অধিদফতরের বরিশাল কার্যালয়ের পরিদর্শক বীথি রাণী মন্ডলের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।

এএসপি নিজাম উদ্দীন হাওলাদার জানান, নগরীতে কয়েকটি ওষুধ কোম্পানি মান বহির্ভুত, অননুমোদিত ও নকল ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসছে এমন তথ্যের ভিত্তিতে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালে অভিযান চালানো হয়।

এ সময় কারখানার নীচতলার স্টোর রুমে তল্লাশি করে সাত হাজার ৬৪১টি বক্সে রক্ষিত উৎপাদন ও বাজারজাত নিষিদ্ধ সাত লাখ ৬৪ হাজার একশ` পিস ইন্ডোফেনাক ট্যাবলেট জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক বা জরিমানার খবর পাওয়া যায়নি।

সাইফ আমীন/বিএ