ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অপহরণের চার ঘণ্টা পর শিশু উদ্ধার

প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২০ আগস্ট ২০১৫

ফেনী সদর উপজেলার শর্শদী দারুল উলম মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল মোক্তাদিরকে (৬) অপহরণের চার ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার ফাজিলপুর সাউথইস্ট কলেজ সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে মোক্তাদিরকে একই এলাকার জালাল আহাম্মদ রনি, সিএনজিচালক আকাশ ও মোমিন বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিষয়টি সহপাঠিরা বাড়িতে গিয়ে জানায়।

পরে পরিবারের লোকজন ফেনী মডেল থানায় বিষয়টি অবহিত করে। এরপর পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়।

পুলিশ আরো জানায়, অপহরণের বিষয়টি স্থানীয়রা বুঝতে পারলে তারা জালাল আহাম্মদ রনিকে আটক করে পুলিশে দেয়। তার দেয়া তথ্যমতে বিকেলে ফাজিলপুর সাউথইস্ট কলেজ সংলগ্ন একটি দোকান থেকে মোক্তাদিরকে উদ্ধার করা হয়। শিশুটিকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ শিশু উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/এআরএ/এমআরআই