ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙামাটিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

প্রকাশিত: ১২:২৮ পিএম, ২০ আগস্ট ২০১৫

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে রাঙামাটি জেলায়। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বন্যা কবলিত হয়ে পড়েছে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল।

এদিকে উজান থেকে নামা পাহাড়ি ঢলে অস্বাভাবিক হারে বেড়ে গেছে কাপ্তাই লেকের পানির উচ্চতা। পাশাপাশি রাঙামাটির মনোরম ঝুলন্ত ব্রিজটি তলিয়ে গেছে লেকের পানিতে। দুর্যোগ মোকাবিলার জন্য বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা।
 
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকালে শহরে তলিয়ে যাওয়া এলাকাগুলো পরিদর্শন করেছেন উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, বহু ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। অনেকে পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্গত লোকজন মানবেতর জীবন-যাপন করছে। দুর্যোগ মোকাবিলার জন্য ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। শহর ও জেলা সদরসহ প্রতিটি উপজেলা সদরে আশ্রয় কেন্দ্র খোলার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক আরো জানান, বন্যার পাশাপাশি শহরসহ জেলার বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে পাহাড় ধস হচ্ছে। ঝুঁকিপূর্ণ লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। এদিকে শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনের সড়কে ভয়াবহ ধস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী লোকজন।


আকস্মিক বন্যায় বাড়িঘর তলিয়ে পানিবন্দি হয়ে পড়েছেন রাঙামাটি শহরের কাপ্তাই লেকের পাড়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বসবাসকারী মানুষ।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, সড়কটির ভাঙন রোধে তা দ্রুত সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। ওই সড়ক দিয়ে ভারি যানবাহন চলাচল নিষিদ্ধ এবং হালকা যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

জেলায় আকস্মিক বন্যাসহ দুর্যোগ মোকাবিলার জন্য বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য উষাতন তালুকদার জেলার যে সকল উপজেলায় ভারি বর্ষণে নামা পাহাড়ি ঢলে দুর্যোগ দেখা দিয়েছে সে সকল ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ-সামগ্রী পাঠানোর জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানান।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম ও সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমাসহ প্রশাসনিক, ত্রাণ ও দুর্যোগ বিভাগের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

সুশীল প্রসাদ চাকমা/এসএস/পিআর