ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিটুনিতে আহত আদিবাসী শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১২:১১ পিএম, ২০ আগস্ট ২০১৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেতগাড়ী গ্রামে শ্যালো মালিকের বেদম প্রহারে আহত শ্যামলাল সিং (৪০) নামের এক আদিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিহত শ্যামলাল সিং ওই উপজেলার আটাপুর ইউনিয়নের বেতগাড়ী গ্রামের বাঁধন সিং এর ছেলে।

নিহতের স্ত্রী গীতা সিং অভিযোগ করে বলেন, গত ৭ আগস্ট বেতগাড়ী গ্রামের টুটুল চৌধুরী নামে এক প্রভাবশালীর শ্যালো মেশিনের পার্টস চুরি হয় বলে আদিবাসী পরিবারের দরিদ্র শ্যামল লালকে তিনি সন্দেহ করেন। সেই চুরির অপরাধে টুটুলের নির্দেশে একই গ্রামের সেকেন্দার আলী নামে এক ব্যক্তি শ্যামলকে লাঠি দিয়ে বেদম প্রহার করেন। সেই থেকে শ্যামলাল গুরুতর অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে পঁচিবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।

তার অবস্থার আরো অবনতি হলে তাকে ওইদিন বিকেলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি  করা হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এসএস/এমআরআই