লক্ষ্মীপুরে গৃহবধূকে অপহরণের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার শমসেরাবাদ এলাকায় ভাড়া বাসার সামনে থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে এক গৃহবধূকে অপহরণ করা হয়েছে। গৃহবধূ নাজমুন নাহার সাথী (২৪) সদর উপজেলার দিঘলী এলাকার লন্ডন ফেরত ফরহাদুর রহমানের স্ত্রী।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে গৃহবধূর মা পারুল বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে পুলিশ অপহৃতকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করতে অভিযানে নেমেছে।
পুলিশ ও গৃহবধূর পরিবারের লোকজন জানায়, বুধবার দুপুরে সাথী কেনাকাটার জন্য শমসেরাবাদের শেখ রাসেল সড়কের সামনের দোকান যায়। এ সময় একই এলাকার স্বপন ভেন্ডারের ছেলে রুবেল (২৭) কয়েকজন সহযোগীকে নিয়ে তার পথরোধ করে। এ সময় তারা জোরপূর্বক একটি মাইক্রোবাস তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফসার উদ্দিন রুবেল জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ভিকটিমকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।
কাজল কায়েস/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- ২ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ৩ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৪ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৫ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন